Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভয়াবহ বাস দুর্ঘটনা – মৃত্যু শিশুর, আহত অন্তত ৩০

বোলপুর সিয়ান হাসপাতাল সংলগ্ন ভয়াবহ বাস দুর্ঘটনা – মৃত্যু শিশুর, আহত অন্তত ৩০

Bus Accident


বীরভূমের বোলপুরে সোমবার ভোরে ঘটে গেল এক শিহরণ জাগানো সড়ক দুর্ঘটনা। সিয়ান হাসপাতালের ঠিক কাছেই যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহত হন অন্তত ২৫-৩০ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, দুর্ঘটনার মুহূর্তে কান্না, চিৎকার আর আতঙ্কে রীতিমতো ত্রাহি ত্রাহি রব উঠেছিল গোটা এলাকায়।


আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রথমে তাদের দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর, বহু যাত্রীর শরীরে গভীর চোট রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি কীর্ণাহার থেকে বোলপুরের দিকে আসছিল। অভিযোগ, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে এবং বেপরোয়া ভাবে ছুটে আসছিল। সিয়ান হাসপাতাল পার হওয়ার সময় সামনের দিকে একটি খালি টোটো যাচ্ছিল। হঠাৎ রাস্তায় থাকা একটি গর্তে চাকা আটকে যায় বাসটির। তাতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে উল্টে যায় বাস। ওই সময় টোটো চালক বিপদের আঁচ পেয়ে আগেই লাফ দিয়ে প্রাণে বাঁচেন। কিন্তু বাসটি সজোরে টোটোটিকে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে দেয়।


এই ভয়াবহ দুর্ঘটনার জেরে বোলপুর-নানুর রোডে সৃষ্টি হয় তীব্র যানজট। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাহাকার, রক্তাক্ত দেহ, আর্তনাদে রীতিমতো স্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, দুর্ঘটনার মুহূর্তে বাসের ভেতরে যাত্রীরা ছিটকে পড়েন, ভেঙে যায় জানলার কাঁচ।


দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য শুরু হয়। আহতদের দ্রুত অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেনের সাহায্যে উল্টে থাকা বাসটিকে রাস্তা থেকে সরানো হয়।


স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় বহুদিন ধরেই গর্ত রয়েছে। কিন্তু সড়ক সংস্কারের কোনো ব্যবস্থা করা হয়নি। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সোমবারের ঘটনাটি আবারও প্রশাসনের গাফিলতি প্রশ্নের মুখে ফেলেছে।


এই ভয়াবহ বাস দুর্ঘটনার জেরে গোটা বোলপুর জুড়ে নেমে এসেছে শোক আর আতঙ্কের ছায়া। মৃত শিশুর পরিবারে শুরু হয়েছে অসহনীয় কান্না, অন্যদিকে গুরুতর আহতদের নিয়ে উৎকণ্ঠা ছড়িয়েছে সমগ্র অঞ্চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code