Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অসাধারণ প্রতিভায় নাম তুললো ১ বছর ৭ মাসের আত্তিকা

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে অসাধারণ প্রতিভায় নাম তুললো ১ বছর ৭ মাসের আত্তিকা 

India Book of Records


পূর্ব বর্ধমান জেলার,কাটোয়া ১-ব্লকের কোশিগ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামের খুদে প্রতিভা আত্তিকা সুলতানা লিখে ফেলল অনন্য রেকর্ড। বয়স মাত্র ১ বছর ৭ মাস। তবুও তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কর্তৃপক্ষ। 


অল্প বয়স থেকেই আত্তিকা সহজেই বলতে পারে ২০টি পশুর নাম, ১৬টি ফল, ১৩টি সবজি, মানবদেহের ১৬টি অঙ্গের নাম, ৬টি ফুল, ৭টি বার, ৭টি রঙ এবং সেই রঙগুলির স্টিকও সাজিয়ে দিতে পারে। শুধু তাই নয়, মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নাম ইংরেজিতে বলতে পারে, বিভিন্ন পশুপাখির ডাক নকল করতে পারে, আবার কীটপতঙ্গের নামও জানে সে। পাশাপাশি ৬টি বাংলা ও ইংরেজি ছড়া, নিজের নাম-ঠিকানা, A থেকে Z পর্যন্ত অজস্র শব্দ আর দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুর নাম অনায়াসে বলে দিতে পারে আত্তিকা। 


মা তাসকিন খাতুন মোবাইলে মেয়ের প্রতিভার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। ভিডিও দেখে বিস্মিত হয় কর্মকর্তারা এবং যোগাযোগ করেন আত্তিকার পরিবারের সঙ্গে। তারপরেই মঞ্জুর হয় বিশেষ সম্মান। রাজুয়া গ্রামের আতাউর রহমান ও তাসকিন খাতুনের মেয়ে আত্তিকার এই অসামান্য সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। সত্যিই, এত অল্প বয়সে আত্তিকা সুলতানা আজ গোটা এলাকার গর্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code