মংপং-এর জঙ্গলে ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু, আহত আরও একটি
জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর: ফের রেললাইনে প্রাণ গেল হাতির। এবার জলপাইগুড়ি জেলার মংপং-এর জঙ্গলে ট্রেনের ধাক্কায় একটি কমবয়সী হাতির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একটি হাতি। বুধবার রাতে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস মংপং জঙ্গল পার হচ্ছিল। সেই সময় দুটি হাতি রেললাইন পার হতে যায়। একটি হাতি নিরাপদে পার হয়ে গেলেও অন্য হাতিটিকে দ্রুত গতিতে আসা ট্রেনটি সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর হাতিটি ছিটকে গিয়ে জঙ্গলে পড়ে এবং গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণ ছটফট করার পর মারা যায়। একই ঘটনায় অন্য হাতিটিও সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এই দুর্ঘটনার ফলে প্রায় ৪০ মিনিট আটকে ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পরে রাত ৭টা ৫০ মিনিট নাগাদ ট্রেনটি আবার শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনার খবর পেয়ে রেল ও বনদপ্তরের আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানান, ট্রেনের ধাক্কায় একটি হাতি আহত হওয়ার খবর পেয়েছেন, তবে হাতির মৃত্যুর খবরও তাদের কাছে এসেছে। পুরো পরিস্থিতির উপর তারা কড়া নজর রাখছেন।
প্রসঙ্গত, ডুয়ার্সের জঙ্গলপথে বন্যপ্রাণীদের এভাবে ট্রেনের ধাক্কায় মারা যাওয়ার ঘটনা নতুন নয়। অতীতেও বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে পরিবেশবিদরা দীর্ঘ দিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। এই ঘটনা বন্যপ্রাণী ও মানব সংঘাতের সমস্যাকে আবারও সামনে এনেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊