Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বপ্ন উড়ান প্রকল্পের (NEET ফ্রি কোচিং) স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ ৮৫ জন

স্বপ্ন উড়ান প্রকল্পের (NEET ফ্রি কোচিং) স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ ৮৫ জন

NEET Free coaching


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :

স্বপ্ন উড়ান প্রকল্পের (NEET ফ্রি কোচিং) স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ ৮৫ জন ছাত্রছাত্রীর নাম প্রকাশ করল জেলা সমগ্র শিক্ষা মিশন (SSM)। মঙ্গলবার এই প্রকল্পের সূচনা করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েষা রাণী। 


এদিন জেলাশাসকের অফিসে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে স্ক্রিনিং টেস্টে উত্তীর্ণ ৮৫ জন ছাত্রছাত্রীর হাতে এডুকেশন্যাল কীট প্রদান করা হয়। জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতীক সিং, সদর উত্তর মহকুমাশাসক তীর্থঙ্কর বিশ্বাস সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকগন। 


এদিন জেলাশাসক বলেন, দিল্লীর একটি স্বনামধন্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় ও জেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের প্রায় বিনামূল্যে প্রশিক্ষন দেওয়া হবে। এই প্রকল্পতে অংশগ্রহন করার জন্য অনেক ছাত্রছাত্রীই আবেদন করেছিলেন, তাদের মধ্যে একটা স্ক্রিনিং টেস্ট করা হয় যাতে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ ওই ছাত্রছাত্রীদের ছুটির দিনে বর্ধমান কেষ্টপুর হাইস্কুলে প্রশিক্ষন দেওয়া হবে। এদের অফলাইন প্রশিক্ষন দেওয়ার জন্য রয়েছেন ৬ জন শিক্ষক। এছাড়া যাদের অসুবিধা হবে তাদের অনলাইনেও প্রশিক্ষন দেবেন দিল্লীর ৩ জন শিক্ষক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code