কেমন হবে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষার প্রশ্ন কাঠামো? জানালো বোর্ড
শেষ হয়েছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা আর চতুর্থ সেমেস্টারের প্রস্তুতি শুরু করে দিয়েছে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। এই পরিস্থিতিতে এবার চতুর্থ সেমেস্টার পরীক্ষার প্রশ্নপত্রের ধরন প্রকাশ করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জারি করা নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে চতুর্থ সেমিস্টারের সমস্ত বিষয়ের পরীক্ষায় ‘2x’ ফর্মুলা অনুসরণ করা হবে। অর্থাৎ একটি টপিকে যতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন থাকবে তার দ্বিগুন।
সংসদ একটি নমুনা প্রশ্নপত্রের কাঠামোও প্রকাশ করেছে।
নমুনা অনুযায়ী:
২ নম্বরের প্রশ্ন: যদি কোনো টপিক থেকে ২টি ২ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে সেখানে মোট ৪টি প্রশ্ন দেওয়া থাকবে, যেখান থেকে যেকোনো ২টি বেছে নিতে হবে।
৫ নম্বরের প্রশ্ন: যদি ১টি ৫ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে সেখানে ২টি প্রশ্ন বিকল্প হিসেবে থাকবে।
১০ নম্বরের প্রশ্ন: একইভাবে, ১টি ১০ নম্বরের বর্ণনামূলক প্রশ্নের উত্তরের জন্য ২টি প্রশ্ন দেওয়া থাকবে।
এই নতুন নিয়মের ফলে ছাত্রছাত্রীদের ওপর থেকে পরীক্ষার চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। এমনকি বিকল্প গুলিও একি ইউনিট থেকে থাকবে। অর্থাৎ একটি প্রশ্নের বিকল্প সেই অধ্যায়েরই থাকবে অন্য কোনো অধ্যায়ের থাকবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊