Latest News

6/recent/ticker-posts

Ad Code

বারেলিতে 'আই লাভ মোহাম্মদ' পোস্টার বিতর্কে উত্তেজনা, প্রতিবাদ কর্মসূচির আগেই প্রশাসনের ফ্ল্যাগ মার্চ

বারেলিতে 'আই লাভ মোহাম্মদ' পোস্টার বিতর্কে উত্তেজনা, প্রতিবাদ কর্মসূচির আগেই প্রশাসনের ফ্ল্যাগ মার্চ

Flag march in Bareilly ahead of cleric's call for protest


বারেলি, উত্তরপ্রদেশ: ধর্মীয় নেতা মৌলানা তৌকির রাজা ঘোষিত প্রতিবাদ কর্মসূচির আগে বৃহস্পতিবার বারেলি শহরে প্রশাসনের তরফে বিশাল ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়। জেলা শাসক অবিনাশ সিং ও এসএসপি অনুরাগ আর্যর নেতৃত্বে পুলিশ, পিএসি ও আধাসামরিক বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিতে এই পদক্ষেপ নেয়।

ফ্ল্যাগ মার্চটি প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল, যার মধ্যে ছিল বিহারি পুর, কুতুবখানা, দরগাহ আলা হজরত, মালুকপুর ও শহরের সবজি বাজার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জেলা বর্তমানে ধারা ১৬৩-র আওতায় রয়েছে, ফলে অনুমতি ছাড়া কোনও প্রতিবাদ কর্মসূচি করা যাবে না।

মৌলানা তৌকির রাজা অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন জায়গায় নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যার মধ্যে শাহজাহানপুরও রয়েছে। তিনি জানিয়েছেন, "যে কোনও মূল্যে" শুক্রবারের প্রতিবাদ কর্মসূচি হবে। এই প্রতিবাদ মূলত কানপুরে বারাওফাত মিছিলের সময় "আই লাভ মোহাম্মদ" পোস্টার ঘিরে শুরু হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে, যা হিন্দু দক্ষিণপন্থী গোষ্ঠীর আপত্তির মুখে পড়ে এবং পরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code