Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাটকীয় সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত

নাটকীয় সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত

Ind vs Sri


নাটকীয় সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারালো ভারত। শুক্রবার প্রথমে ব্যাট করে ভারত করে ৫ উইকেটে ২০২ রান করে ভারত। জবাবে ৫ উইকেটে ২০২ রান তোলে শ্রীলঙ্কাও। শেষমেষ ম্যাচের ভাগ্য নির্ধারণ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে নাটকীয় জয় ছিনিয়ে নিল ভারত।

২০ ওভারের খেলায় অর্শদীপ সিংহ প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারলেও সুপার ওভারে আক্ষেপ মিটিয়ে দিলেন। সুপার ওভারে ভারতের হয়ে বল করেন অর্শদীপ সিং। ওভারের শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫ বল খেলে ২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই তিন রান নেয় সূর্য। আর তাতেই জয়।

টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আশালঙ্কা প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৬১ রানের ইনিংস খেললেন অভিষেক কিন্তু ব্যর্থ গিল (৪)। এ দিনও দলকে ভরসা দিতে পারলেন না অধিনায়ক সূর্যকুমার (১২)। ৩৪ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে চাপ রাখলেন তিলক। হার্দিক (২) ব্যর্থ হলেও শেষ দিকে ১৫ বলে ২১ রানের ইনিংস খেললেন অক্ষর পটেলও। ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শতরান করলেন নিশঙ্ক। ৭টি চার এবং ৬টি ছয়ে ৫৮ বলে ১০৭ রানের ইনিংস খেললেন তিনি। আশালঙ্কা অবশ্য এ দিনও ব্যাট হাতে ব্যর্থ (৫)। নিশঙ্ককে সঙ্গ দিতে পারলেন না কামিন্দু মেন্ডিসও (৩)। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন দাসুন শনাকা (২২) এবং জনিথ লিয়ানাগে (২)। এভাবে ভারতের স্কোরের সাথে সমতায় আসে শ্রীলঙ্কা। তারপরেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code