দিনহাটায় 'বিস্ময় বালক ভাগবত দাস ব্রহ্মচারী'কে দেখতে জনতার বাঁধভাঙা উৎসাহ
দিনহাটা: কৃষ্ণপ্রেমের এক আধ্যাত্মিক আবেশে এবং সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসে গত শুক্রবার সন্ধ্যায় মুখরিত হয়ে উঠেছিল দিনহাটা শহর। দিনহাটা আদর্শ ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ ও দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক ভক্তিময় শোভাযাত্রায় অংশ নিতে এসেছিলেন 'বিস্ময় বালক' খ্যাত ভাগবত দাস ব্রহ্মচারী। এই বিরল দৃশ্য ও তাঁকে একবার দেখতে শহরের রাস্তার দু’ধারে উপচে পড়া ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষ।
ভাগবত দাস ব্রহ্মচারীর উপস্থিতি ঘিরে দিনহাটাবাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি দিনহাটা স্বাগত গেট থেকে শুরু হয়। একটি সুসজ্জিত রথে চেপে তিনি শহরের প্রধান প্রধান সড়কগুলি পরিক্রমা করেন এবং শেষ হয় দিনহাটা পাঁচমাথা মোড়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ কৌতূহল ও শ্রদ্ধার সাথে বালক ব্রহ্মচারীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
যখন রথটি পাঁচমাথা মোড়ে পৌঁছায়, তখন সাধারণ মানুষের উৎসাহ ও উল্লাস চরম আকার ধারণ করে। চারিদিকে কৃষ্ণনামের মধুর সুরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। এই শোভাযাত্রা প্রমাণ করে দিল যে দিনহাটা একটি সীমান্তবর্তী প্রান্তিক শহর হওয়া সত্ত্বেও, এখানকার শিল্প-সংস্কৃতির সমৃদ্ধির পাশাপাশি ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রেও জনগণের গভীর অনুরাগ রয়েছে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। দিনহাটা এসডিপিও ধীমান মিত্র এবং দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক-সহ অন্যান্য পুলিশ কর্মীরা রাস্তায় নেমে ভিড় সামলান। তাঁদের তৎপরতায় পুরো শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এই শোভাযাত্রা দিনহাটা শহরে এক অভূতপূর্ব ধর্মীয় উদ্দীপনা সৃষ্টি করে গেল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊