Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফিরে দেখা রবীন্দ্রনাথ,ফিরে দেখা সহজপাঠ থিমে ঘুটগোড়িয়া সার্বজনীন দুর্গোৎসব

ফিরে দেখা রবীন্দ্রনাথ,ফিরে দেখা সহজপাঠ থিমে ঘুটগোড়িয়া সার্বজনীন দুর্গোৎসব

Durga Puja


গত কয়েকবছর ধরে বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পাঞ্চলের সর্বজনীন পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় পুজো ঘুটগোড়িয়া ক্লাব ও লাইব্রেরি কমিটি পরিচালিত দুর্গাপুজো হয়ে আসছে। প্রতিবছর বিগ বাজেটের এই পুজো ব্যাতিক্রমী থিম নিয়ে এলাকাবাসীর কাছে হাজির হয়। নজর কাড়ে এই পুজোর মণ্ডপ থেকে প্রতিমার উৎকর্ষ। ঘুটগোড়িয়ার পুজো উদ্যোক্তারা তাদের ২৮তম শারদোৎসবের আয়োজনে তাদের পুজোর থিম ফিরে দেখো রবীন্দ্রনাথ,ফিরে দেখো সহজপাঠ। 


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন জ্ঞাপন করে এবং সহজপাঠের স্মৃতি চারণ ঘটাতে অভিনব থিমের কারুকার্য ফুটিয়ে তুলেছে মণ্ডপ জুড়ে। যেখানে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছে। প্রতিমা ডাকের সাজ এসেছে পড়শী রাজ্য ওড়িশা থেকে।

আয়োজকদের দাবি বিগত বছরের ন্যায় এবারও উত্তর বাঁকুড়া দর্শনার্থীদের ডেস্টিনেশন হবে ঘুটগোড়িয়া সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ। এবিষয়ে আয়োজকেরা কি জানালেন শুনে নিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code