Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় সাফাইকর্মীকে সিভিকের মারধরের অভিযোগে পথ অবরোধ

দিনহাটায় সাফাইকর্মীকে সিভিকের মারধরের অভিযোগে পথ অবরোধ

Dinhata


আজ সকালে দিনহাটা পুরসভায় কাজ করা এক সাফাইকর্মীকে এক সিভিক ভলান্টিয়ার মারধর করেছে বলে অভিযোগ ওঠে। ঘটনার পরই চরম ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সাফাইকর্মীরা। তাঁরা প্রতিবাদে দিনহাটা থানার সামনে দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন।

অবরোধের জেরে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। সাধারণ মানুষ ও পথচলতি যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনও তৎপর হয়ে ওঠে।

অবশেষে দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবীর সাহা চৌধুরী এসে সাফাইকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশ্বস্ত করেন। তাঁর আশ্বাসের পরেই ধীরে ধীরে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।অবরোধকারীদের দাবি, ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code