Latest News

6/recent/ticker-posts

Ad Code

জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেপ্তার-ড্রামার শেখরজ্যোতিকে আটক করল SIT

জুবিন গর্গ মৃত্যুকাণ্ডে প্রথম গ্রেপ্তার-ড্রামার শেখরজ্যোতিকে আটক করল SIT

Zubeen Garg death, Shekharjyoti Goswami arrest, SIT investigation, North East Festival Singapore, Zubeen Garg drowning, Assam singer death, Zubeen Garg epilepsy, Singapore scuba diving accident, Zubeen Garg news, Zubeen Garg mystery death, Assam SIT probe, Shyamkanu Mohanty, Siddhartha Sharma, Singapore Assam Association, Zubeen Garg final rites


সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ সংগীতপ্রেমীরা, আর তদন্তে নেমেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে গঠিত SIT (Special Investigation Team) ইতিমধ্যেই প্রথম গ্রেপ্তার করেছে জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে।

গত ১৯ সেপ্টেম্বর, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় জলের নিচে জুবিনের মৃত্যু হয়। অভিযোগ, শেখরজ্যোতির আমন্ত্রণেই জলে নেমেছিলেন তিনি। কিন্তু সাঁতরে আর ফিরে আসা হয়নি। মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে মৃগী রোগের সম্ভাবনার কথা বলা হলেও, অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

মঙ্গলবার জুবিনের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর, বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ে শেখরজ্যোতির বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে SIT। একইসঙ্গে তল্লাশি চালানো হয় নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও। সূত্রের খবর, তাঁদেরও খুব শীঘ্রই গ্রেপ্তার করা হতে পারে।

সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকে CID হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এই উৎসবের আয়োজনে তাঁদের ভূমিকা ছিল। ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা থাকলেও, ১৯ তারিখেই জুবিন চিরতরে সুরের সফর থেকে বিদায় নেন।

অসমের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কোনওরকম গাফিলতি হবে না। SIT ইতিমধ্যেই তদন্তে গতি এনেছে, এবং প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হবে।



আইনি সতর্কীকরণ: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং কোনও ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্যে নয়। তদন্ত চলাকালীন সমস্ত তথ্য পরিবর্তনশীল।

© Sangbad Ekalavya | সমস্ত স্বত্ব সংরক্ষিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code