Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! নজর কাড়ছে দর্শনার্থীদের

কোচবিহারের রাজবাড়ি এবার দক্ষিণবঙ্গে! নজর কাড়ছে দর্শনার্থীদের 

Coochbehar Rajbari


শুরু হয়েছে শারদীয়া উৎসব। দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ গুলি রাজ্যজুড়ে সেজেছে বিভিন্ন থিমে। কয়েক লক্ষ টাকা ব্যয় এবারের দুর্গাপুজোর থিমে নজর কেড়েছে জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটির মণ্ডপ। জলচক গোকুল চক নাটেশ্বরী সর্বজনীন বাজার দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘কোচবিহারের রাজবাড়ি’। আর সেই মণ্ডপ পরিদর্শনে ঢল নেমেছে দর্শনার্থীদের।

রাজ্যের অন্যান্য জেলার সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে শহর সব জায়গাতেই এখন সাজ সাজ রব। সেই আনন্দে ভেসেছে পিংলার জলচকও। প্রতিবছর বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বিভিন্ন থিমে পুজো মণ্ডপ সাজিয়ে তোলেন উদ্যোক্তারা। এবারেও হুবহু কোচবিহারের ঐতিহাসিক রাজবাড়িকে তুলে ধরা হয়েছে এখানে।

৭০ ফুটের এই পুজো মণ্ডপ তাক লাগিয়েছে গোটা জেলার মানুষকে। একদম কোচবিহার রাজবাড়ীর আদলে। কাঠ, প্লাই, থার্মোকল, রঙ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে এই রাজকীয় আবহ। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। থেকেই মণ্ডপপ্রাঙ্গণে প্রতিদিন ভিড় বাড়ছে। যদিও প্রতিমা উন্মোচনের আগেই দর্শনার্থীরা উঁকি মারতে ভিড় করছেন। জনসমুদ্র হবে, তা বলাই বাহুল্য। দোতলায় উঠে দেখতে হচ্ছে প্রতিমা। একদম রাজকীয় হালচালে গড়ে ওঠা এই মণ্ডপ ঘিরে বেশ আকর্ষন সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code