Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলছে প্রস্তুতি, চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে অষ্টমী তিথিতে হবে কুমারী পূজা

চলছে প্রস্তুতি, চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে অষ্টমী তিথিতে হবে কুমারী পূজা

Durga Puja


নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:

চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে এবারেও জাকজমক ভাবে অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই পূজা প্রতি বছর আশ্রমে নিয়ম নিষ্ঠা সহকারে হয়ে থাকে। ভক্তের আগমন হয় নজড় কারার মতো। এবারে কুমারী রূপে পূজিতা হবেন দিনহাটার আর্যহি গোস্বামী।

আগামী মঙ্গলবার সকালে চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। আশ্রমের মহারাজ স্বামী সেবানন্দ মহারাজ জি জানান " এবারে চৌধুরীহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের ৭৫ তম দুর্গা পূজা। আগামী অষ্টমী তিথিতে সকালে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। সেই সাথে সেদিন মহা প্রসাদ বিতরণ হবে সবার উপস্থিতি কামনা করি"।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code