সিকিম যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা: কালিম্পংয়ে খাদে পড়ে যাত্রিবাহী গাড়ি, মৃত ৪, আহত ৩
কালিম্পং, ৪ অক্টোবর: উৎসবের মরশুমে আনন্দযাত্রা পরিণত হল মর্মান্তিক দুর্ঘটনায়। শুক্রবার রাতে কালিম্পং জেলার পাথরঝোড়া এলাকায় একটি যাত্রিবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় চার জনের, আহত হয়েছেন আরও তিন জন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি সিকিমের গ্যাংটকের দিকে যাচ্ছিল। যাত্রীদের মধ্যে ছিলেন দুই শিশু সহ মোট সাত জন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি তিস্তা নদীর গর্ভের দিকে গড়িয়ে খাদে পড়ে যায়। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালকও।
মৃতদের পরিচয়:
- কমল সুব্বা (৪৪)
- সামিরা সুব্বা (২০)
- জানুকা দর্জি (৩৫)
- নীতা গুরুং (৫৮)
আহতদের মধ্যে রয়েছেন:
- সুনিতা থাপা (৪০)
- সান্দ্রিয়া রাই (৮)
- সামিউল দর্জি (৪)
আহতদের মধ্যে ৮ বছরের সান্দ্রিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিকিমে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে মেল্লি হাসপাতালে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
এই দুর্ঘটনা ফের একবার পাহাড়ি পথে যাত্রী নিরাপত্তা ও যানবাহনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল। উৎসবের সময় যাত্রীদের যাতায়াত বাড়ে, সেই সময় অতিরিক্ত সতর্কতা প্রয়োজন—এমনটাই মত স্থানীয় প্রশাসনের।
Disclaimer: এই প্রতিবেদনটি তথ্যভিত্তিক এবং জনস্বার্থে প্রকাশিত। দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য পেলে প্রতিবেদন হালনাগাদ করা হবে।
© Sangbad Ekalavya | সমস্ত স্বত্ব সংরক্ষিত
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊