রেড রোডে ঈদের নামাজ, সম্প্রীতির বার্তা দিলেন অভিষেক

Mamata banerjee and Abhishek Banerjee


প্রতি বছরের ন্যায় এবছরেও কলকাতার রেড রোডে পালিত হল পবিত্র ঈদ উল ফিতর। রেড রোডে নমাজ পাঠ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে তাঁরা দিলেন সম্প্রীতির বার্তা।

এদিন, অভিষেক বললেন, বাংলার মাটি যতটা হিন্দুদের, ততটা মুসলমানের, ততটাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষের। আরো বলেন, এই বাংলা বৈচিত্রের মধ্যে ঐক্য যাপনের। 'বিশ্বাস করি, ধর্ম যার যার উৎসব সবার। সর্বশক্তিমান আল্লাহ সবার রোজা কবুল করুন। সবার আগামী জীবন সুন্দর হোক। সমৃদ্ধশালী হয়ে উঠুক '। সেই সঙ্গে বললেন, 'এই সম্প্রীতির বাংলায় যারা আগুন নিয়ে খেলা করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ যেন তাদের ষড়যন্ত্রে পা দেবেন না'

আরও বলেন, 'যারা বাংলাকে ভাগ করতে চায়, বাটোয়ারা করতে চায়, তাদের মনে রাখা উচিত, যে চাঁদ দেখে খুশির ইদ পালন হয়, তেমন সেই চাঁদ দেখেই করওয়াচৌথে উপোসভঙ্গ করা হয়। চাঁদের কোনও ধর্ম হয় না। সূর্য সকলকে আলো দেয়। তার কোনও ধর্ম নেই। যে হাওয়ায় আমরা শ্বাস নিই, সেই হাওয়ার কোনও ধর্ম হয় না । ' রাহত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বললেন, 'সভি কা খুন হ্যায় শামিল ইঁহা মিট্টি মে, কিসী কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়'

অভিষেকের কথায় কেউ বলছেন 'হিন্দুরা বিপদে আছে, কেউ বলছেন বিপদে আছেন মুসলমানরা। কিন্তু আমি বলব, বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে '