জেলা সম্মেলনের আগে প্রস্তুতি সভা GCPA- এর

জেলা সম্মেলনের আগে প্রস্তুতি সভা GCPA- এর


ময়নাগুড়িঃ জেলা সম্মেলনকে পাখির চোখ করে কোমর বেঁধে নেমে পড়েছে দি গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের জেলা এবং ব্লক কমিটির সদস্যরা। প্রতিনিয়ত জেলা জুড়ে একের পর এক অঞ্চল এবং বুথে অনুষ্ঠিত হচ্ছে কর্মীবৃন্দদের নিয়ে প্রস্তুতি সভা।

আগামী ৭ই এপ্রিল দুপুর ১টা নাগাদ জলপাইগুড়ি মিলন সংঘের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্মেলন। যার জেরে কর্মীবৃন্দদের প্রস্তুতি শুরু হয়েছে তুঙ্গে।

জানা যায়, জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে তাদের এই জেলা সম্মেলন। এই সভায় উপস্থিত থাকবেন দি গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন সহ জেলা ও ব্লকের বিভিন্ন কর্মীবৃন্দরা।

সংগঠনের ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি সুবল বর্মন জানায়, মূলত ভারত ভুক্তি চুক্তি বাস্তব রূপায়ণের দাবি এবং রাজবংশী ভাষা কৃষ্টি , সংস্কৃতি ও গ্রেটার কোচবিহারের রাজবংশী ভূমিপুত্রের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে তাদের এই জলপাইগুড়ি জেলা সম্মেলন। যার জেরে কর্মীবৃন্দদের নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।

সেই মতে আজ ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের পূর্ব বারঘরিয়ার ফুলেরভিটা এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, GCPA- এর ময়নাগুড়ি ব্লক সহ সেক্রেটারি মধুসূদন রায়, সাপ্টিবাড়ী ২ অঞ্চলের সভাপতি দিলীপ অধিকারী, অঞ্চল সেক্রেটারি জয়দেব রায় সহ অঞ্চল এবং বুথের কর্মী সমর্থকরা।

GCPA- এর ময়নাগুড়ি ব্লক সহ সেক্রেটারি মধুসূদন রায় জানিয়েছেন, 'আমরা আশা করছি ময়নাগুড়ি ব্লক থেকে প্রায় দুই হাজার কর্মী সমর্থক এই সভায় উপস্থিত থাকবেন।'