New HMPV virus outbreak in China: ভয়ঙ্কর! ফের মারণ ভাইরাস! বিশ্বজুড়ে আতঙ্ক

New HMPV virus outbreak in China



করোনার আতঙ্ক এখনো কাটেনি, এরই মাঝে ফের আর একবার বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করলো নয়া এক ভাইরাস। এবারো উৎস সেই চীন। করোনার পর এবার HMPV ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে চিনে। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ।


জানাগিয়েছে, ২০০১ সালে ডাচ গবেষকরা প্রথম আবিষ্কার করেছিলেন এই HMPV ভাইরাস। বর্তমানে এই HMPV ভাইরাসের প্রভাবে নাজেহাল চিন। হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা।


এই ভাইরাস সবথেকে বেশি সংক্রমণ ঘটাচ্ছে শিশু এবং বয়স্কদের মধ্যে। HMPV-এর লক্ষণগুলি সাধারণ সর্দি-কাশি , জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট। বিশেষজ্ঞরা দাবি করেছেন শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে এই ভাইরাসের আক্রমণে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস হতে পারে।


চিকিৎসকদের মতে, বর্তমানে এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই। শুধুমাত্র উপসর্গের ভিত্তিতে চলছে চিকিৎসা। চিনের অনেক বড় বড় শহরের হাসপাতালে রোগীদের ভিড় উপচে পড়ছে।


একাধিক সংবাদ মাধ্যমের দাবি চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা কাজ করছেন। উপচে পড়ছে মৃতদেহের সংখ্যা । মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আতঙ্কিত ভারতীয়রাও। এই পরিস্থিতিতে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস-এর (ডিজিএইচএস) আধিকারিক ডা. অতুল গোয়েল আশ্বাসবাণী শুনিয়েছেন। জানিয়েছেন, চিনের ভাইরাস নিয়ে আপাতত এ দেশে আতঙ্কের কোনও কারণ নেই। তাঁর পরামর্শ, শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে সাধারণ সতর্কতা অবলম্বন করলেই হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।