দিনহাটায় লকেটকে ঘিরে জয় বাংলা, গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের
দিনহাটা:
২০১৬ সালের একটি মামলার হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে এলেন রাজ্য বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি।
এদিন দিনহাটা মহকুমা আদালতে লকেট চ্যাটার্জি হাজিরা দিয়ে বেরোনোর সময় তাকে চোর, জয় বাংলা এবং গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।
তৃণমূল কংগ্রেস কর্মীদের বক্তব্য লকেট চ্যাটার্জি যেখানেই যান সেখানেই ধর্মীয় সুরসুরি দিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করেন। তাই দিনহাটার মাটিতে তার স্থান নেই।
যদিও তৃণমূলের চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। তৃণমূলের জয়বাংলা স্লোগান নিয়ে লকেটের পাল্টা প্রতিক্রিয়া পাশেই বাংলাদেশ,আগে সেটা সামলাক তারপর তারা জয় বাংলা স্লোগান দিবে।
অপরদিকে মামলা প্রসঙ্গে লকেট চ্যাটার্জি জানান ২০১৬ সালে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল অথচ তাদের হয়রানি করতে তাদের নামে মামলা করে তৃণমূল কংগ্রেস। তাই যতদিন না পর্যন্ত রাজ্যে বিজেপি সরকার হবে ততদিন পর্যন্ত তাদের এইসব হয়রানি স্বীকার হতেই হবে।
এদিন দিনহাটার বিভিন্ন এলাকায় দিল্লি পুলিশের সার্ভে করা নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার ডিএম ও এসপিকে করা ধমক দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় লকেট জানান যদি এ রাজ্যের পুলিশ বাংলাদেশী ধরতে না পারে তাহলে দিল্লী পুলিশ বা আসাম পুলিশ তারা তো আসবেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊