Utsashree: ফের চালু হলো ‘উৎসশ্রী’ পোর্টাল
Utsashree: মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে বাস্তব রূপ দিয়ে তৈরি হয়েছিলো উৎসশ্রী পোর্টাল, যার দ্বারা খুব সহজেই শিক্ষক-শিক্ষিকারা নিজের পছন্দের স্কুলে বদলি হতে পারতেন। কিন্তু দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উৎসশ্রী পোর্টাল (Utsashree)। তবে এবার এলো খুশির খবর।
উৎসশ্রী পোর্টাল (Utsashree) এর মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ ছিল।
প্রায় আড়াই বছর বন্ধ থাকার পরে অবশেষে আবার চালু হচ্ছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল (Utsashree)। শিক্ষক, শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছিল। ২০২৫ থেকেই ওই পোর্টাল (Utsashree) চালু করে দেওয়া হল।
তবে সব ধরনের বদলিতে এখনই সায় দেয়নি রাজ্য সরকার। চালু করা হয়েছে কেবল পারস্পরিক বদলি (মিউচুয়াল ট্রান্সফার)। সাধারণ (জেনারেল ট্রান্সফার) এবং বিশেষ (স্পেশাল ট্রান্সফার) বদলি বন্ধই থাকছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। তার পর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দফতর থেকে।
প্রসঙ্গত উৎসশ্রী পোর্টাল (Utsashree) নিয়ে মামলা হয়েছিলো। সেই মামলায় কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল (Utsashree) ? তা জানতে চেয়ে রাজ্যের কাছে তথ্য তলব করেছিল কলকাতা হাই কোর্ট। আগস্ট মাসে ছিল এই মামলার শুনানি। যদিও আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
বিচারপতি অমৃতা সিনহা এক নির্দেশে জানিয়েছিলেন, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল (Utsashree) খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তার পরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।
তবে অবশেষে চালু হলো উৎসশ্রী পোর্টাল, যেখানে পারস্পরিক বদলি হবে শুধুমাত্র। সাধারণ বা বিশেষ বদলি কেন চালু করা হল না? সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে। চলছে কাউন্সেলিংও। নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণেই আপাতত এই দু’ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) থেকে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊