Madhyamik Exam 2025: মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষা নিয়ে বড় নির্দেশ পর্ষদের 

Madhyamik Exam 2025


ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বোর্ড পরীক্ষার আগে সব ছাত্র-ছাত্রীর মধ্যেই উত্তেজনা এবং চাপে থাকে। তবে, মাধ্যমিক বোর্ড পরীক্ষার আগে তাদের টেস্ট পরীক্ষা দিতে হয়, যাতে তারা নিজেদের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে ধারণা পায়। আর সেই মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নতুন নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।



নতুন নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রে সিলেবাস বহির্ভূত বা অবাঞ্ছিত কোনো প্রশ্ন দেওয়া যাবে না। তবে যদি কোনো বিদ্যালয় সিলেবাসের বাইরে বা অবাঞ্ছিত প্রশ্ন দেয়, তবে এর সম্পূর্ণ দায়ভার ওই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার ওপর পড়বে।



পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে তাদের নিজস্ব টেস্ট প্রশ্নপত্র তৈরি করতে হবে। এক্ষেত্রে কয়েকটি বিদ্যালয় একসাথে প্রশ্ন তৈরি করতে পারবে না। 



প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে পর্ষদ নতুন সিদ্ধান্ত নিয়ে থাকে। এবারও টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। পর্ষদ জানিয়েছে, পরীক্ষা শেষে প্রশ্নপত্রের সফট কপি ইমেইল করে পর্ষদে পাঠাতে হবে।