পাহাড় সফর সেরে শিলিগুড়ি পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পাহাড় সফর সেরে শিলিগুড়ি পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



সোমবার পাচদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাগডোগরা বিমান বন্দরে নেমে সোজা সরক পথে চলে যান দার্জিলিং। সেখানে জিটিএ নিয়ে বৈঠক ছারাও চৌরাস্তায় অনুষ্ঠিত সরস মেলার উদ্ভোধন করেন তিনি।

পাশাপাশি বৃহস্পতিবার শিশু দিবস উপলক্ষ্যে শৈল শহরে শিশুদের নিয়ে বেশ কিছুটা সময় কাটান তিনি।পরবর্তীতে দুপুর দুটো নাগাদ শৈল শহর থেকে শিলিগুড়ি উত্তরকন্যার উদ্যশ্য রওনা দেন।

বৃ্হস্পতিবার উত্তরকন্যায় রাত্রিযাপন করে আজ কলকাতার উদ্যশ্য রওনা হবেন তিনি। মুলত রাজ্যের ছটি কেন্দ্রে বুধবার অনুষ্ঠিত হয়েছে বিধানসভা উপনির্বাচন। উত্তরবঙ্গে সিতাই এর আসনটি বরাবরই নজর রাজ্যের শাসক দলের। তাই এই আসনটি জয় পেতেই তার এই সফর বলে মনে করছেন অনেকে ।