অস্ট্রেলিয়ায় ভারতীয় দলে যোগ দিতে পারেন মহম্মদ শামি! আলোচনার নেপথ্যে কোন কারণ?


Ind vs Ban

ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মহম্মদ শামি। বাংলার এই পেসার চোট পেয়ে প্রায় এক বছর ক্রিকেট দুনিয়ার বাইরে। প্রতিটি টুর্নামেন্টের আগে শামি জায়গা পাবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু শেষমেশ দলে জায়গা হয়নি। তবে আন্তর্জাতিক খেলতে জাতীয় দলে জায়গা না পেলেও রঞ্জিতে বাংলা দলে জায়গা পেয়েছেন। প্রথম ইনিংসে ১০ ওভার বল করে উইকেট না পেলেও ভরসা রেখেছিলেন কোচ। আর দ্বিতীয় ইনিংসে সেই ভরসার মান রেখেছেন শামি। চারটি উইকেট সংগ্রহ করে আবার আলোচনায় শামি।

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে চার উইকেট নিতেই শুরু আলোচনা। সূত্রে জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে শামিকে অস্ট্রেলিয়া পাঠাতে। সেই সিদ্ধান্ত যদিও নির্ভর করছে দু’জনের উপর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের প্রধান নীতিন পটেল এবং নির্বাচক অজয় রাত্রার রিপোর্টের ওপরেই নাকি নির্ভর করছে শামির অস্ট্রেলিয়া সফর।

বিভিন্ন স্পেলে শামি ১৯ ওভার বল করেছেন। ৫৭ ওভারের অনেকটাই মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ওঁকে আবার বল করতে হবে। আশা করা হচ্ছে শামি সেখানে আরও ১৫-১৮ ওভার বল করবেন। তবে ওঁর আসল পরীক্ষা হবে চার দিন খেলার পর।

যদি শামি সুযোগ পান অস্ট্রেলিয়া সফরে তবুও প্রথম টেস্ট খেলার সম্ভাবনা কম। প্রথম টেস্টের পর প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে দু’দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে খেলতে পারেন শামি। তার পর দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে ভারতীয় জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর।