Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোটার তালিকা সংশোধনে কড়া পদক্ষেপ, লক্ষ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠাল কমিশন

ভোটার তালিকা সংশোধনে কড়া পদক্ষেপ, লক্ষ লক্ষ ভোটারকে শুনানির নোটিশ পাঠাল কমিশন

voter list revision, SIR hearing, election commission notice, no mapping voters, draft voter list, BLO verification, voter hearing schedule, identity proof documents, final voter list February 14, voters above 85 years, home hearing proposal, Manoj Kumar Agarwal election commission

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এবার আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। আজ, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের লক্ষ লক্ষ ভোটারের কাছে শুনানির জন্য নোটিশ পাঠানো শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র না থাকায় প্রায় ৩০ লক্ষ ৫৯ হাজার ভোটারকে 'নো ম্যাপিং' তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকাভুক্ত প্রত্যেক ভোটারকে আলাদা করে নোটিশ পাঠানো হবে, যেখানে শুনানির স্থান, সময় এবং প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।

নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট ভোটারদের সাত দিনের সময় দেওয়া হবে শুনানিতে হাজির হওয়ার জন্য। সেখানে তাঁদের পরিচয় এবং ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণ করতে হবে। শুধু 'নো ম্যাপিং' তালিকাভুক্ত নয়, আরও ১ কোটি ৩৬ লক্ষ ভোটার রয়েছেন যাঁদের এনুমারেশন ফর্মে দেওয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই ভোটারদের ক্ষেত্রে প্রথমে BLO (Booth Level Officer) তথ্য যাচাই করবেন। সন্দেহজনক ক্ষেত্রে BLO-এর রিপোর্টের ভিত্তিতে শুনানির জন্য ডাকা হবে।

কমিশন জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভা এলাকায় একাধিক জায়গায় শুনানির ব্যবস্থা রাখা হয়েছে যাতে ভোটারদের কোনও অসুবিধা না হয়। শুনানির সময় পরিচয় ও ঠিকানা প্রমাণের জন্য ১৩ ধরনের নথি গ্রহণযোগ্য হবে, প্রয়োজনে একাধিক নথিও দেখাতে হতে পারে।

এই প্রক্রিয়ার শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে নির্ধারিত দিনে কেউ শুনানিতে হাজির হতে না পারলে, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে অতিরিক্ত সময় দেওয়া হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

এদিকে, বয়সজনিত সমস্যার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল কমিশনে একটি বিশেষ প্রস্তাব পাঠিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে, যাঁদের বয়স ৮৫ বছরের বেশি, তাঁদের ক্ষেত্রে প্রয়োজনে বাড়িতে শুনানির ব্যবস্থা করা হোক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code