কবে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা? কি জানা গেল শুনানিতে
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। টানা প্রায় ৩৯ দিন ধরে কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকরা। এর মধ্যেই গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় জুনিয়র ডাক্তারদের । এরপরেও কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। কবে কাজে ফিরবেন চিকিৎসকরা? এই প্রশ্ন ঘোরাফেরা করছে।
এদিকে আজ সুপ্রিমকোর্টে ছিল আরজি কর মামলার শুনানি। আর এদিনের সুপ্রিম শুনানিতে, ডাক্তাররা কবে কাজে ফিরবেন ? প্রশ্ন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। মঙ্গল কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানালেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং।
নিরাপত্তাহীনতাই কাজে না ফেরার কারণ, আদালতে জানালেন জুনিয়র ডাক্তারদের আইজীবী। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের কথাও তুলে ধরলেন তিনি। নিরাপত্তার স্বার্থে মনিটরিং কমিটি তৈরির নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। প্রতিটি হাসপাতালের নিরাপত্তা, কোনও রকম হেনস্তার ঘটনা ঘটছে কি না, খতিয়ে দেখবে এই কমিটি। নিরাপত্তা নিশ্চিত হলে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই। জানালেন তাঁদের আইনজীবী। এর পাশাপাশি আজ অথবা আগামিকাল জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করবেন বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊