রাজ্য সরকারের রাত্তিরের সাথী প্রকল্প সংশোধনের নির্দেশ শীর্ষ আদালতের
আরজি কর কাণ্ডের মামলার শুনানি সুপ্রিমকোর্টে। আর সেখানে রাজ্য সরকারের নারী নিরাপত্তা বিষয়ক রাত্তিরের সাথী প্রকল্পের বিজ্ঞপ্তি সংশোধন করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট।
চিকিৎসকদের যৌথমঞ্চের আইনজীবী করুণা নন্দী নারী নিরাপত্তার স্বার্থে রাজ্য সরকারের প্রকল্প ‘রাত্তিরের সাথী’র প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “বেসরকারি সংস্থা থেকে ১ হাজার ৫১৪ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। তা মেনে নেওয়া যায় না। যেহেতু ধৃত অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার, তাই অবিলম্বে সরানো হোক। সিভিকদের নিষিদ্ধ করে পুলিশকর্মীদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হোক।” তিনি বলেন, “মহিলা চিকিৎসকদের ১২ ঘণ্টার বেশি ডিউটি না দেওয়া, নাইট শিফট না দেওয়ার আর্জি জানানো হয়েছে।”
এরপরেই বিরক্তি নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “কীভাবে বলেন রাতে মহিলারা কাজ করতে পারবেন না? মহিলা চিকিৎসকদের কেন এভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন? তাঁরা এই আলাদা ছাড় চান না। মহিলারা সমস্ত শিফটে কাজ করতে প্রস্তুত। কপিল সিব্বল এই বিষয়টিতে দেখুন। আপনাদের উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করতেই হবে।” এর পরই ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দেন প্রধান বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊