Latest News

6/recent/ticker-posts

Ad Code

YPTRC RESULT 2025: প্রকাশিত হল YPTRC পরীক্ষার ফল, ফল জানতে ক্লিক করুন এখনই

YPTRC RESULT 2025 Published

YPTRC RESULT 2025


প্রকাশিত হল CIRCLE আয়োজিত YOUR PRESENT TALENT RESEARCH BY CIRCLE (YPTRC) পরীক্ষার ফল। এই বছর প্রথমবার দুইটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে YPTRC পরীক্ষা। প্রথম পর্যায়ে একাদশ- দ্বাদশ ও দ্বিতীয় ধাপে পঞ্চম থেকে দশম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৪শে আগস্ট ২০২৫ কোচবিহার জেলার ৪টি সেন্টারে প্রথম পর্যায় এবং ২৪শে অক্টোবর ২০২৫ তারিখে কোচবিহার জেলা জুড়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। প্রথম পর্যায়ে মোট ৪টি সেন্টারে ৪ জন ইনচার্জ, ২২ জন ইনভিজিলেটর, ৬ জন রিপ্রেজেন্টেটিভ, ৮ জন এক্সটারনাল অফিসার, ৩ জন অফিস স্টাফ, ৪ জন ফ্লাইং অফিসার, ৩ জন অবজারভার এবং দ্বিতীয় পর্যায়ে মোট ৯টি সেন্টারে ৯ জন ইনচার্জ, ১৩২ জন ইনভিজিলেটর, ৫৮ জন রিপ্রেজেন্টেটিভ, ২০ জন এক্সটারনাল অফিসার, ৩ জন অফিস স্টাফ, ৪ জন ফ্লাইং অফিসার, ৩ জন অবজারভার এর নিপুন দক্ষতা ও সহযোগিতায় অনুষ্ঠিত হয় পরীক্ষা।

ওকড়াবাড়ী আলা বকস উচ্চ বিদ্যালয়, দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয়, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়, ঝড়াবাড়ি উচ্চ বিদ্যালয়, ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্রী উচ্চ বিদ্যালয়, চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়, সিতাই উচ্চ বিদ্যালয় ও বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট উচ্চ বিদ্যালয় এই সব সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষা। সংস্থার তরফে জানানো হয়েছে এবছর YPTRC পরীক্ষায় মোট ১৭১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছে তাদের মধ্য থেকে পরীক্ষায় উপস্থিত ছিল ১৬৩০ জন অনুপস্থিত ছিলেন ৮৮ জন এবং ১ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। এবছর পরীক্ষায় উপস্থিতির হার ৯৪.৮৭%, অনুপস্থিতির হার ৫.১৩%। ৬০% ও তার বেশি নম্বর পেয়েছে ১৬৪ জন। অর্থাৎ ১০.০৬%।সেখানে পঞ্চম শ্রেণি থেকে ৪৮ জন, ষষ্ট শ্রেণি থেকে ২১ জন, সপ্তম শ্রেণি থেকে ২৭ জন, অষ্টম শ্রেণি থেকে ২৯ জন, নবম শ্রেণি থেকে ৯ জন, দশম শ্রেণি থেকে ১ জন, একাদশ শ্রেণি থেকে ৬ জন, দ্বাদশ শ্রেণি থেকে ২৩ জন।

পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনির মেধা তালিকায় প্রথম পাঁচে মোট জায়গা পেয়েছেন ৪৪ জন। সংস্থার তরফে পরীক্ষা নিয়ামক টিকেন বর্মণ জানা, মার্কশিট খুব শীঘ্রই শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে সংগ্রহ করবেন। এছাড়াও, যদি কোনও পরীক্ষার্থী নিজের ফলে সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে রিভিউ বা স্ক্রুটিনি করার সুবিধা রয়েছে। এরজন্য বিস্তারিত পেতে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ ও হোয়াটস আপ চ্যানেলে জানতে পারবেন।

সহ-পরীক্ষা নিয়ামক রাজ আলম জানান, সেরা সেন্টার- চামটা আদর্শ উচ্চ বিদ্যালয়। সেরা ছাত্র/ ছাত্রী- সোহিনী দত্ত, সেন্টার – দিনহাটা গোপালনগর উচ্চ বিদ্যালয়, টানা তিনবার মেধা তালিকার প্রথম পাঁচে জায়গা করে নেওয়ার জন্য সেরা ছাত্রী হিসেবে বিবেচিত হয়েছে। সেরা রিপ্রেজেন্টেটিভ- সোয়েল মজুমদার – চামটা, মনোজ কুমার বর্মণ – গোসাইরহাট, রজত বর্মণ- ভেটাগুড়ি। পাশাপাশি আনুষ্ঠানিক ফল প্রকাশের সময় সহযোগী সকল শিক্ষক, শিক্ষিকা, অবজারভার, ইন-চারজ, এক্সটারনাল অফিসার সহ সংস্থার প্রতিষ্ঠাতা, সিইও, এমডি আরিফ হোসেনকে ধন্যবাদ জানান পরীক্ষা নিয়ামক ও সহ পরীক্ষা নিয়ামক। পাশাপাশি সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানানো হয়।

 

YPTRC RESULT 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code