মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন আইনজীবী, ধমক দিলো সুপ্রিমকোর্ট!
মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় শুনানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন আইনজীবী। আর সেই আবেদনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়েরবেঞ্চ এবং বিচারপতি জেবি পারদিওয়ালাএবং মনোজ মিশ্র তীব্র প্রতিবাদ জানিয়ে আবেদন খারিজ করে দেন।
কড়া ভাষায় ধমক দেন বিচারপতি চন্দ্রচূড়, তিনি বলেন, "এটি কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি বারের একজন সদস্য। আমরা যা বলি তাতে আপনার নিশ্চিতকরণের প্রয়োজন নেই। আপনি যা বলেন তা আইনি শৃঙ্খলার নিয়ম মেনে চলতে হবে। আপনি কী অনুভব করেন তা দেখতে আমরা এখানে নেই। একজন রাজনৈতিক কর্মকতা আপনার অন্তর্বর্তী আবেদন আমাদের জন্য নয়, আমি দুঃখিত নইলে আমি আপনাকে এই আদালত থেকে সরিয়ে দেব"।
রাজ্য সরকারের রাত্তিরের সাথী প্রকল্প সংশোধনের নির্দেশ শীর্ষ আদালতের । এদিনের মামলায় আরজি কর মামলা লাইভ স্ট্রিমিং না করার আবেদন করা হয়েছিল বলে খবর। যদিও সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি। ডাক্তাররা কবে কাজে ফিরবেন ? প্রশ্ন রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। মঙ্গল কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানালেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊