Ind vs Ban Test: ৩৭৬-এ শেষ হল ভারতের প্রথম ইনিংস

Ind vs Ban Test


বৃহস্পতিবার ১৯৫ রানের জুটি গড়ে তাঁরা ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন অশ্বিন-জাডেজা। শুক্রবার দিনের শুরুতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলেই ব্যক্তিগত ৮৬ রানে ফেরেন জাডেজা। অশ্বিন জাডেজার জুটি ভেঙে গেল ১৯৯ রানে। তাসকিনের বলে অধিনায়ক শান্তর হাতে ক্যাচ তুলে ১৭ করে‌ ফেরেন আকাশ।

১১৩ রান করে ফিরলেন অশ্বিন। তাসকিনের বলে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি। কিন্তু আগে ব্যাট চালিয়ে ফেলেন। বলে চলে যায় মিড অফের দিকে। পিছন দিকে দৌড়ে ক্যাচ ধরেন শান্ত। হাসান মাহমুদের বলে যশপ্রীত বুমরা আউট হতেই শেষ ভারতের ইনিংস। ৩৭৬ রানে প্রথম ইনিংস শেষ করলো ভারত।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিলেন মাহমুদ। তাসকিন নিলেন ৩ উইকেট। একটি করে উইকেট নেন নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ। গতকাল কার্যত ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে টিকিয়ে রেখেছিল অশ্বিন-জাডেজা জুটি।  এদিন নিজের টেস্ট সেঞ্চুরি করেন অশ্বিন। শুধু সেঞ্চুরি করেননি জাডেজার সাথে রেকর্ড গড়েছেন জুটিতে।