CBI-এর কাছে বিচার চেয়ে এবার আন্দোলনে জুনিয়র ডাক্তাররা
স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে একাধিক দাবি তুলেছিল জুনিয়র ডাক্তাররা। তবে এবার উঠছে সেই ধর্না। শুক্রবার বিকাল ৩ টায় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। গত ন’দিন ধরে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পর এই মিছিলের মাধ্যমেই উঠছে সেই ধর্না। এমনকি উঠছে কর্মবিরতিও। তবে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, জানিয়েছেন জুনিয়র ডাক্তারেরা।
রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে জুনিয়র ডাক্তারদের। অনেক দাবি পূরণ হয়েছে আবার এখনও অনেক দাবি পূরণ হওয়া বাকি। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ, স্বাস্থ্য কর্তাদের অপসারণ করা হয়েছে জুনিয়র ডাক্তারদের দাবি মেনেই। বাকি দাবি গুলো পুরণ হবে বলেই মনে করছেন তারা। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের গ্রেফতারিও তাঁরা আন্দোলনের ফল বলেই মনে করছেন। তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর উত্তাল হয়ে ওঠে। রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা ও চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলনে নেমেছিল জুনিয়র ডাক্তাররা। সেই আন্দোলন ৪১ দিনে পৌঁছেছে। রাজ্য সরকারের সাথে দফায় দফায় বৈঠকের পর একাধিক দাবি পূরণ হয়েছে। শেষ মুখ্যসচিবের সাথে বৈঠকের পর হাসপাতালগুলির পরিকাঠামো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এরপরেই জুনিয়র ডাক্তারদের এই ঘোষনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊