ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতকে টিকিয়ে রাখলো অশ্বিন-জাডেজা জুটি
ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শুরুতেই খায় জোর ধাক্কা। প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারায়ে ফেলে ভারত। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বেলে ভারত। রোহিতদের হাসি উড়িয়ে দেওয়ার নেপথ্যে হাসান মাহমুদ। কিন্তু ম্যাচকে শ্বাস দেওয়ার জন্য মারমুখী মেজাজে খেলেন অশ্বিন ও জাডেজা। এই দুই ব্যাপারের ওপর ভর করে দিনের শেষে হাসি ফোটে ভারতীয় শিবিরে।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তর। তাঁর সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন পেসার হাসান। রোহিত শর্মা ৬। শুভমন গিল ০। বিরাট কোহলি ৬। তিন উইকেট পড়ার পরে যশস্বী জয়সওয়াল (৫৬) ও ঋষভ পন্থ (৩৯) জুটি গড়ার চেষ্টা করেন। ব্যাটিং ব্যর্থতার দিনে ভারতকে ম্যাচে রাখলেন রবিচন্দ্রন অশ্বিন।
১১২ বলে ১০২ রানের অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। অশ্বিন যখন নেমেছিলেন, তখন ভারত ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। বাংলাদেশের বোলারদের উপর চাপ তৈরি করতে শুরু করেন অশ্বিন। তাতেই ম্যাচ ধীরে ধীরে ভারতের দিকে ঘুরতে শুরু করে। দিনের শেষে ৩৩৯ রান তুলে ভাল জায়গায় ভারত। দিনের শেষে ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত জাডেজা।
প্রথম দিনে ৮০ ওভার করেছে বাংলাদেশ। হাসান নিয়েছেন ৪ উইকেট। একটি করে নিয়েছেন নাহিদ রানা এবং মিরাজ।
0 মন্তব্যসমূহ
thanks