Pori Moni: নীল শাড়ি, সাদা ব্লাউজ - বৃষ্টি ভেজা নায়িকা পরীমণির ভাইরাল ভিডিও

porimoni


ডানাকাটা পরী’র পিছে রয়েছে শামসুন্নাহার স্মৃতির গল্প। ১৯৯২ সালে নড়াইলে জন্ম নেওয়া স্মৃতি খুব ছোটবেলায় মা এবং পরে বাবাকে হারিয়ে বড় হন পিরোজপুরে নানার কাছে। সেখান থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শেষে ২০১১ সালে আসেন ঢাকায়। নাচ শেখেন। পরে মডেলিং থেকে ছোট পর্দায় আবির্ভাব, টিভি নাটকে অভিনয়। শামসুন্নাহার নাম বদলে হয়ে ওঠেন পরী মণি। এরপর রূপালী পর্দায় আসা। শামসুন্নাহার স্মৃতি হয়ে উঠেন পরী মণি

পরীমণির (Porimoni) বাবার ছিল রিকন্ডিশন গাড়ির ব্যবসা। তার বাড়ি যশোর হলেও ব্যবসায়িক কারণে তাকে দেশের বিভিন্ন স্থানে বাসাভাড়া করে বসবাস করতে হতো। ২০০৭-০৮ সালের দিকে পরীমনির মা অগুনে দ্বগ্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর বিষয়টি অনেকটা রহস্যাবৃত। এরপর থেকে পরীমণিকে তার বাবা সঙ্গে রাখতেন। ২০১২ সালের ২১ জানুয়ারি সিলেটে তার বাবার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে পরীমণির (Porimoni) ঘনিষ্ট সূত্রে জানা যায়।

porimoni


এরপর রাজকে বিয়ে করে সুখের সংসারে ডুব দিয়েছিলেন পরীমণি (Porimoni)। কিন্তু সেই সুখ বেশিদিন টেকে নি। বিচ্ছিন্ন হন রাজের কাছ থেকে। আলাদা থাকার সিদ্ধান্তের ব্যাপারে পরীমণি (Porimoni) বলেন, বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে এক সঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার-আচরণ এক সঙ্গে থাকার পরিস্থিতি নেই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।

porimoni


পরীমণির (Porimoni) সিনেমার সংখ্যা খুব বেশি না হলেও বাংলাদেশে সবথেকে আলোচিত নায়িকা তিনি। তা তার ব্যক্তিগত জীবনের জন্যই হোক কিংবা তার অপার সৌন্দর্য্যের জন্যই হোক। সম্প্রতি পরীমণি একটি ভিডিও ও কিছু ছবি স্যোসাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও ও ছবি।

Blue saree, white blouse - Viral video of rain drenched heroine Porimini

নীল শাড়ি ও সাদা ব্লাউজে বৃষ্টিতে ভিজে চলছেন নায়িকা। কখন বাগানে কখনো সুইমিং পুলে দিচ্ছেন ডুব। ১ মিনিটের ভিডিওতে মুগ্ধতাব ছড়িয়েছেন নায়িকা।