দিনহাটার সাহেবগঞ্জ থানার বড় সাফল্য, ২০০ কেজি গাঁজা সহ প্রায় ৩ লাখ টাকা উদ্ধার

dinhata sahebganj


সমির হোসেন, সাহেবগঞ্জ:

রাখালমারি থেকে উদ্ধার প্রায় ২০০ কেজি গাঁজাসহ নগদ ২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা, ধৃত ১; সাহেবগঞ্জ থানায় জানালেন SDPO । মঙ্গলবার দুপুরে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র।

সাংবাদিক বৈঠক করে তিনি বলেন গতকাল গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাহেবগঞ্জ থানার ওসির বিশেষ টিম ও আমি নিজে রাখালমারিতে গিয়ে শচিন রায় নামের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা ও দুই লক্ষাধিক টাকা উদ্ধার করি। এছাড়াও শচিন রায়-কে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ।

এদিন সকালে দিনহাটা মহকুমা আদালতে গ্রেপ্তার ব্যাক্তিকে পাঠানো হয় এবং এসডিপিও জানান তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। পুলিশ রিমান্ডে নেওয়ার পর জানা যাবে গাঁজা গুলি কোথায় পাচার করার কথা ছিল এবং এর সাথে কারা কারা জড়িত আছে।

এদিন এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি অজিত কুমার শা।