হকার উচ্ছেদের পর এবার তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ বিধায়কের
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-
হকার উচ্ছেদের পর এবার তৃণমূলের পার্টি অফিস ভাঙার নির্দেশ বিধায়কের।
মুখ্যমন্ত্রীর নির্দেশমতো গোটা বাংলা জুড়ে হকার উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।সেইমতো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একাধিক জায়গায় সরকারি জায়গা দখল করে, ফুটপাত ঘিরে বসে থাকা হকারদের উচ্ছেদ করে বর্ধমান পুরসভা ও জেলা প্রশাসন।শহরের হকার উচ্ছেদ করার সময়, সরকারি জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস উচ্ছেদ করার দাবি জানান একাধিক উচ্ছেদ কারী।
সাম্প্রতিক বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা হকারদের উচ্ছেদ করে বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন। বর্ধমান হাসপাতালে সামনেই তৃণমূলের আইএনটিটিইউসির তিনটি পার্টি অফিস আছে।সেখানেও একই দাবি জানন সরকারি জমির দখলকারী উচ্ছেদ ব্যক্তিরা।
উচ্ছেদকারীদের দাবি মতো আজ বিকেলে সরকারি জায়গার দখল মুক্ত করতে তৃণমূলের পার্টি অফিসগুলোকে ভাঙার নির্দেশ দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
0 মন্তব্যসমূহ
thanks