জলে আটকে থাকা ২ জনকে উদ্ধার করতে গিয়ে আটক আরও ২, উদ্ধার করলো সিভিল ডিফেন্স
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-
ডিঙ্গি নিয়ে পারাপার করতে গিয়ে খড়ি নদীর জলে আটকে পড়া দুই যুবককে উদ্ধার করতে গিয়ে, জলে আটকে পড়ে আরো দুই ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ও সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলা ভাতার ব্লকের মাহাচন্দা গ্রাম পঞ্চায়েতের পার হাটি এলাকায়।
এরপর এই ঘটনার খবর পেয়ে বর্ধমান থেকে ঘটনাস্থলে পৌঁছয় সিভিল ডিফেন্সের কর্মীরা। জলে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করে তাদের পরিবারে হাতে তুলে দেন তারা।
দুই দিনের প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও। গ্রাম বাংলার মাঠ-ঘাটের পাশাপাশি জলে ভোরে যায়া নদী নালাও। ভরা গাঙ্গে ডিঙ্গি নিয়ে পারাপার করতে যায় দুই যুবক। ডিঙিয়ে নিয়ে পারাপার করার সময় খড়ি নদীর জলের তোড়ে বাঁশ গাছে আটকে পড়ে ওই যুবকরা।এরপর ওই যুবকদের উদ্ধার করতে যান এলাকার আরো দুই ব্যক্তি। জলের স্রোত বেড়ে যাওয়ার জন্য তারাও গাছে আটকে পড়ে।
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে চার ব্যাক্তিকে উদ্ধার করে তাদের পরিবারে হাতে তুলে দেন সিভিল ডিফেন্সের কর্মীরা। প্রায় তিন ঘন্টা ধরে খড়ি নদীর জলে চার ব্যাক্তি আটকে ছিলেন বলে জানান সিভিল ডিফেন্স কর্মীরা।
0 মন্তব্যসমূহ
thanks