Ind vs Sri: ব্যর্থ রোহিতের লড়াই, শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস অবস্থা ভারতের

Ind vs Sri



ভারতীয় বোলাররা দাপট দেখালেও কার্যত ব্যাটিং বিপর্যয়! শ্রীলঙ্কার ২৩০ রানের টার্গেট স্পর্শ করলেও টপকাতে পারলো না ভারত। আর ২৩০ রান করতেই ওয়ান ডে ক্রিকেটে ভারতকে খোয়াতে হলো ১০ উইকেট। শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। টি২০ সিরিজ জয়ের পর আজ থেকে শুরু হয়েছে ওডিআই সিরিজ। রোহিতের নেতৃত্বে আজ একদিনের ক্রিকেটে নেমেছে টিম ইন্ডিয়া। আর প্রথম ম্যাচেই অমিমাংসিত ম্যাচ। ২৩০ রানের টার্গেটে ২৩০ রান করেই ড্র করলো ভারত।

শ্রীলঙ্কার দেওয়া রানের টার্গেটে পৌঁছাতে ভালোই খেলছিল রোহিত। কিছুটা সঙ্গ দিচ্ছিলো গিল। তবে নিজে সেরকম কিছু করতে পারলেন না। এদিন ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক। কিন্তু অপর ওপেনার রোহিতকে সঙ্গে দিলেও ১৬ রান করে ফেরেন। বিরাট করলেন ২৪। শ্রেয়স ২৩। রাহুল ও অক্ষর ৩১ ও ৩৩ রান করেন। দুবে করে ২৫। ৪৭.৫ ওভারে ২৩০ রানেই অলআউট হয়ে যায় ভারত।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান তোলে শ্রীলঙ্কা। নিশাঙ্কা ও দুনিত হাফ সেঞ্চুরি করলেও ভারতীয় বোলারদের সামনে তেমন টিকতে পারেনি ফারনান্দো-মেন্ডিসরা। হাসরাঙা এদিন ২৪ রান করেন। অর্শদীপ ও অক্ষর ২টি করে উইকেট তোলে। একটি করে উইকেট তোলে দুবে, সিরাজ, কুলদীপ, সুন্দর। গিল বোলিং করলেও উইকেট পাননি। ভারতের সামনে ২৩১ রানের টার্গেট দাঁড় করিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সেই ম্যাচ শেষমেষ টাই হয়ে যায়।