জেলা প্রশাসনের নির্দেশ মতো ভাঙা হল তৃণমূলের পার্টি অফিস!
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-
জেলা প্রশাসনের নির্দেশ মত তৃণমূলের পার্টি অফিস ভাঙলো আইএনটিটিইউসির সদস্যরা। বর্ধমান হাসপাতালের সামনে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজনৈতিক মহলে।
সাম্প্রতিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায়, বেআইনি নির্মাণ,সরকারি জায়গা দখল করে বেআইনিভাবে বসে থাকা হকারদের উচ্ছেদের নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের প্রতিটি জেলায় জেলায় হকার উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। সেইমতো গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান জেলার একাধিক জায়গায় হকার উচ্ছেদ অভিযান চালায় বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসন। হকার উচ্ছেদ চলাকালীন সরকারি জায়গায দখল করে,রাস্তার পাশে তৃণমূলের পার্টি অফিস গুলো ভাঙার আবেদন জানান উচ্ছেদ হওয়া ব্যক্তিরা।
সেই মতো আজ বর্ধমান হাসপাতালে সামনে থাকা তৃণমূলের তিনটি আইএনটিটিইউসির পার্টি অফিস ভাঙার নির্দেশ দেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তৃণমূলের পার্টি অফিস ভাঙার আগেই আইএনটিটিইউসির সদস্যরা নিজেরাই তাদের পার্টি অফিস ভেঙে দেন।যদিও বর্ধমান শহরের একাধিক জায়গায় সরকারি জায়গা দখল করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে তৃণমূলের পার্টি অফিস সেগুলো কি ভাঙ্গার কোন নির্দেশ আশে কিনা সেই দিকে তাকিয়ে উচ্ছেদ হওয়া ব্যক্তিরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊