দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়, গম্ভীরের নেতৃত্বে প্রথম হারে সিরিজে পিছিয়ে গেল ভারত

Ind vs Sri


সূর্য কুমার যাদবের নেতৃত্বে টি২০ সিরিজে জয় পেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডেতে ভরাডুবি। প্রথম একদিনের ম্যাচে টাইয়ের পর দ্বিতীয় একদিনের ম্যাচে হার ভারতের। গম্ভীরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার প্রথম হার হলো ৩২ রানে সেটা আবার ব্যাটিং বিপর্যয়ের কারণে।

এদিন প্রথম ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বাঁধা টার্গেটে ভারত আটকে গেল ৩২ রান আগেই। সাথে হারালো সব উইকেট। হারের দায় নিতে হবে ভারতীয় বোলারদেরও। ১৩৬ রানে ৬ উইকেট চলে গিয়েছিল শ্রীলঙ্কার। সেখান থেকে ম্যাচে ফিরে শেষ ১৫ ওভারে ১০৪ রান তোলে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্ক কোনও রান না পেলেও অপর ওপেনার অভিস্কা ফার্নান্ডো ৪০ রান করেন। শেষ বেলায় গুরুত্বপূর্ণ ৪০ রান করেন কামিন্দু মেন্ডিস। দুনিথ ওয়ালালাগে করেন ৩৯ রান। কুশল মেন্ডিস করে ৩০ রান। ২৪০ রানের স্কোরে পৌঁছায় শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে রোহিত ও গিল জুটি। রোহিত শর্মা ৬৪ রান করেন। শুভমন গিল করেন ৩৫ রান। ৯৭ রানের জুটি গড়েছিলেন তাঁরা। কিন্তু বিরাট (১৪) ইনিংস গড়তে ব্যর্থ হন। দুবে ও রাহুল ফেরেন খালি হাতেই। অক্ষর প্যাটেল করেন ৪৪। আর কেউই সেরকম ভালো খেলতে পারেনি। ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেন ভ্যান্ডারসে। চরিত আসালঙ্ক নেন তিনটি উইকেট। ২০৮ রান তোলে ভারত। ৩২ রানে হার।

টি২০ সিরিজ জিতলেও ওয়ানডেতে ভারতের জেতা আর সম্ভব নয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রজন্ম ম্যাচ টাই। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা। পরের ম্যাচ ভারত জিতলে সিরিজ হবে টাই। আর যদি ভারত হেরে যায় তবে লজ্জার মুখে পড়তে হবে রোহিত ব্রিগেডকে।