বেহাল নিকাশি! বৃষ্টির জলে ডুবে রাস্তাঘাট থেকে বাড়ি ঘর, ঘরবন্দী মানুষ

Rain Water


মালদা:

বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও প্রায় কোমড় সমান জল। বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দী মানুষ। জলে ডুবে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সীনগর, বিবেকানন্দপল্লী, ভরপাড়া প্রভৃতি এলাকার। চরম দুর্ভোগকে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

মালদহের আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হয়েছে আশেপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল। এলাকায় জল নিকাশি নেই। যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদহে। এলাকায় মানুষজনের বাজারহাট, চিকিৎসা, স্কুল,কলেজ যাতায়াত সবই হয় বন্ধ, নয়তো করতে হচ্ছে জল ভেঙে। এমনকী পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি, জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।



এদিকে নিকাশির ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল- বিজেপি চাপানউতোর। মালদহের হবিবপুরের আইহো পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মন্ডল। তাঁর এলাকাতেই জলবন্দি হয়ে রয়েছেন শতাধিক মানুষ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, এলাকায় নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, এলাকায় তিনটি পাম্প মেশিন বসিয়ে জমা জল বের করার চেষ্টা হচ্ছে।