Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাখে হরি মারে কে ! চলন্ত ট্রেন থেকে সোজা নদীতে ! তারপর ?

রাখে হরি মারে কে ! চলন্ত ট্রেন থেকে সোজা নদীতে ! তারপর ? 

today
লাল টি শার্টে রতন সূত্রধর



কথায় আছে রাখে হরি মারে কে ! চলন্ত ট্রেনের দরজায় দাড়িয়ে ডুয়ার্সের সৌন্দর্য দেখতে দেখতে পড়ে যান নদীতে। তারপর নদী থেকে উদ্ধার করেন দুই যুবক। বর্তমানে সুস্থই আছেন বছর পঞ্চাশের রতন সূত্রধর।

ঘটনা গতকালকের, ট্রেন থেকে ঘীস নদীতে পড়ে যান এক ব্যক্তি। স্থানীয় দুই যুবক নদী থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে। মালবাজার মহকুমার ঘীস নদী সংলগ্ন এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম রতন সূত্রধর। বাড়ি ডুয়ার্সের রাঙালিবাজনায়।

ঘীস বস্তির বাসিন্দা সাইনুল হক বলেন, শুক্রবার বিকেল নাগাদ শিলিগুড়ির দিক থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুর দিকে যাচ্ছিল। ট্রেনটি ঘীস রেল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় এক ব্যক্তি ট্রেনের দরজা থেকে হঠাৎ ঘীস নদীর জলে পরে । ঘিস নদীর জলে পড়ার পর ওই ব্যাক্তিকে ভেসে যেতে দেখেই স্থানীয় দুই যুবক তড়িঘড়ি নদীতে ঝাপিয়ে পরে ওই ব্যক্তিকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানে নিয়ে আসে।

এরপর সেখানেই আশেপাশের লোকজন ওই ব্যাক্তিকে শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করে এবং মালবাজার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়।

শেষ পাওয়া খবরে জানা গিয়েছে নদীতে পরে যাওয়া ব্যক্তি বিপদ মুক্ত তবে ট্রমাতে রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code