লোকপাড়া মহাবিদ্যালয়ে হঠাৎই হাজির ক্রেতা সুরক্ষা দপ্তর! তবে কেন জানুন বিস্তারিত

Consumer protection department


ক্রেতা সচেতনতা ও খাদ্য সুরক্ষা নিয়ে সেমিনার আয়োজন করা হলো লোকপাড়া মহাবিদ্যালয়ে। শুক্রবার বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত লোকপাড়া মহাবিদ্যালয়ে সচেতনতা ও খাদ্য সুরক্ষা নিয়ে সেমিনার আয়োজন করা হয়। 


এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের ক্রেতা কল্যাণ আধিকারিক বিধুভূষণ সাহা ও জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক ডক্টর প্রসেনজিৎ বটব্যাল সহ লোকপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ ওই মহাবিদ্যালয় এর ছাত্রছাত্রীরা । মূলত ক্রেতারা জিনিসপত্র ক্রয় করতে গিয়ে কিভাবে সুরক্ষিত থাকবে এবং তারপরেও যদি ক্রেতারা ঠকে যান তাহলে তারপর সমাধান পাওয়া যাবে ঠিক সেই বিষয়কে সামনে রেখে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এই আলোচনা সভায়। 


এছাড়াও দৈনন্দিন জীবনে আমাদের সুস্বাস্থ্য রক্ষার্থে কিভাবে আমরা খাদ্য সুরক্ষা মোকাবেলা করতে পারি সেই বিষয়কে নিয়েও আলোচনা করা হলো। উল্লেখ্য শুক্রবার মল্লারপুর নঈসুভা নামক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এই আলোচনাটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।