কার জন্মদিনে ২৯ আগস্ট পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস?


National sports day


জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day) সারা ভারত জুড়ে 29শে আগস্ট পালিত হয়। এটি কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। ভারতের বিভিন্ন রাজ্যে , স্কুলে এই দিনটি (National Sports Day) পালন করা হয়।

হকির জাদুগর জীবনের 22 বছর ১৯২৬ থেকে ১৯৪৮ পর্যন্ত হকির সাথে যুক্ত ছিলেন। হকির প্রতি তার এতটাই টান ছিল যে দিন ছাড়াও রাতেও প্রাকটিস করতেন তিনি। আসলে ধ্যান সিং তাঁর আসল নাম। কিন্তু রাতেও প্রাকটিস করেন জন্য বন্ধুরা ধ্যানের সাথে চাঁদ যুক্ত করেন। আর ধ্যান সিং জনপ্রিয় হয়ে ওঠেন ধ্যান চাঁদ নামে ।

1905 সালের 29 সে আগস্ট এলাহাবাদ এ জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা সেনাবাহিনী তে চাকরি করতেন । ঝাসিতে আসেন তিনি। বাবা নিয়মিত হকি খেলতেন তবে নিজে বড় হয়ে হকি খেলোয়াড় হতে চাননি তিনি। তাঁর পছন্দ ছিল কুস্তি। 1921 সালে মাত্র 16 বছর বয়সেই সেনাবাহিনী তে যোগ দেন তিনি। তার হকি খেলা শুরু হয় মোটামুটি সেখান থেকেই। 1928, 1932, 1934 সালের অলিম্পিকে হকি তে সোনা জিতে হ্যাট্রিক করে ভারতীয় দল । যার মধ্যে বেশিরভাগই অবদান ছিলো ধ্যান চাঁদের।

বার্লিন অলিম্পিকে জার্মানিকে হারিয়ে ফাইনালে জয় করে ভারত। সেই ম্যাচে বিশাল ভূমিকা ধ্যান চাঁদের। পাতিয়ালা তে জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান দায়িত্ত্ব পালন করেন তিনি। নয়া দিল্লিতে তার নামে একটি জাতীয় হকি স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হয়। ঝাঁসি তে তার নামেই রয়েছে জাতীয় হকি একাডেমি । 1979 সালের 3 ডিসেম্বর মারা যান তিনি ।