কেন্দ্র সরকারের নতুন পেনশন প্রকল্পকে খুশি, ইষ্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের সদস্যরা

Burdwan news


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :- 


কেন্দ্র সরকারের নতুন পেনশন প্রকল্পকে খুশি ইষ্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের সদস্যরা। বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে ইষ্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের বর্ধমান ব্রাঞ্চের প্রথম ত্রিবার্ষিকী সভায় এমনি খুশির হাওয়া দেখা গেলো সদস্যদের মধ্যে। এদিনের সভায় প্রায় এক হাজার সদস্য উপস্থিত ছিলেন।


এদিন এই সভায় রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে নতুন কার্যকরী কমিটি ঘোষিত হল। এই কমিটি আগামী তিন বছর কাজ করবে। 


এদিনের সভায় ইস্টার্ন রেল ওয়ে মেনস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অমিত কুমার ঘোষ বলেন, আগে সরকারের নিয়ম ছিল ১০ বছরে যারা রিটায়ার করবেন তাদের নয় হাজার টাকা পেনশন দেওয়া হবে। সরকারের এই ঘোষণাকে আন্দোলন করে দশ হাজার টাকা পেনশন করা হয়েছে। এবং কোন ব্যক্তি মারা গেলে তাকে ষাট শতাংশ দেওয়া হবে। এখন থেকে রেলের তিন ধরনের পেনশন সিস্টেম থাকছে বলে জানান তিনি।