১০ টি স্বনির্ভর গোষ্ঠীকে ১০টি করে ছাগল দিল দিনহাটা দুই নং ব্লক প্রাণীসম্পদ দপ্তর

Goat Distribution


প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে দিনহাটা দুই নং ব্লক প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে দশটি স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেকটিকে দশটি করে ছাগল প্রদান করা হলো। এর পাশাপাশি ব্লক এলাকার তপশিলি অধিবাসীদের দশ জনের প্রত্যেককে দুটি করে মোট কুড়িটি শুকরছানা প্রদান করা হলো। প্রাণী পালনের জন্য কিছুটা করে প্রাণীর খাবারও দেওয়া হয়েছে বলে জানা গেছে। 



উপস্থিত ছিলেন দিনহাটা দুই নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রোহন বিশ্বকর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাসিনি বর্মন, প্রাণী কর্মাধ্যক্ষ সুধীর বর্মন ও ব্লক প্রাণীসম্পদ অধিকারিক শেখ সামসুদ্দিন সহ অন্যান্যরা। 


ব্লক প্রাণীসম্পদ সূত্রে জানা গেছে, প্রতি বছর রাজ্য সরকারের উদ্যোগে গ্রামীণ এলাকার আর্থিক উন্নয়নের লক্ষ্যে প্রাণী পালনের প্রশিক্ষন প্রদান করা হয়। পাশাপাশি ছাগল, শুকরছানা, বাছুর, হাঁস, মুরগিও প্রদান করা হয়ে থাকে। কৃষির পাশাপাশি কৃষকরা যাতে আরো কিছুটা আর্থিক উন্নতি করতে সক্ষম হয়, সেই উদ্দেশ্যেই প্রশাসনের পক্ষ থেকে এরকম বিতরণ করা হয় বলে জানান শেখ সামসুদ্দিন। প্রকৃতির খামখেয়ালিপনার দরুন প্রায়শই কৃষকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, কিন্তু কৃষির সাথে সাথে বাড়িতে যদি প্রাণী পালন করা যায়, তাহলে কৃষক কিছুটা হলেও লাভবান হতে পারবেন। 


বর্তমানে প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে ব্লক এলাকার বিভিন্ন এলাকায় প্রশিক্ষনের মাধ্যমেও এই বার্তাগুলো সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা সচেতন হয়।