আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতা


আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতা


আসন্ন শীতকালে জলপাইগুড়িতে বসতে চলেছে আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার আসর। বৃহস্পতিবার এই উপলক্ষে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন প্রোডাকসন বীর চিলারায় অ্যাকাডেমির (JALPAIGURI MON PRODUCTION BIR CHILA ROY ACADAMY) পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়।


মূলত রাজবংশী কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌছে দিতেই এই আন্তর্জাতিক রাজবংশী ফ্যাশন প্রতিযোগিতার ( Mr. & Miss. Rajbanshi Kamtapuri International : 2024 FASHION SHOW) আয়োজন, ডিসেম্বর মাসের ২৮ এবং ২৯ তারিখ জলপাইগুড়ি শহরের দিশারী ক্লাব ময়দানে বসবে এই আসর।


এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, অসম, ছাড়াও নেপাল, বাংলাদেশের প্রতিযোগীরাও অংশ গ্রহণ করবে বলে জানালেন মন প্রোডাকশন বীর চিলা রায় অ্যাকাডেমির সাধারণ সম্পাদক কৃষ্ণ রায়।