গঠিত হল নস্যশেখ উন্নয়ন পর্ষদ এর পূর্ণাঙ্গ কমিটি

The full committee of Nasyashekh Development Board was formed


নস্যশেখ উন্নয়ন পর্ষদ এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হল। গত ১২ আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

রাজ্য সরকারের তরফে নস্যসেখ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান করা হয়েছে কোচবিহার জেলার জেলা শাসককে। সহ সভাপতি করা হয়েছে তিনজনকে। কোচবিহার জেলার বজলে রহমান, আমিনাল হক ও  জলগুড়ি থেকে ফরিদ আক্তার গাজিকে। 

এই কমিটিতে সদস্য হিসাবে রয়েছেন- সামিম আখতার, আহসান উল আলম সরকার, আলতাব হোসেন, মিজানূর আলি, বাচ্চু প্রধান, আইফুল আলি সরকার, সাজ্জাদ হোসেন আহমেদ, মহম্মদ সরওয়ার্দি, মিন্টু আলি মন্ডল,আনারুল ইসলাম, সৌকত আলি, সাইফুর রহমান এবং মহম্মদ মুসা । 

আগামী ৫ বছর ধরে এই কমিটি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। বহু দিন ধরেই মুসলিম জনজাতি গোষ্ঠী সরকারি ভাবে নস্যসেখ উন্নয়ন পরিষদের দাবি করে আসছে। এবার তা পূর্ণতা পেল। ন্যসসেখ জনগোষ্ঠীর উন্নতির লক্ষ্যে কাজ করবে এই কমিটি।