Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম সিরিজেই হার রোহিত-গম্ভীর জুটির, ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো ভারত

প্রথম সিরিজেই হার রোহিত-গম্ভীর জুটির, ২৭ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো ভারত

Ind vs Sri



কোচ হিসেবে গম্ভীরের যেমন ভালো কাটলো প্রথম টি২০ সিরিজ তেমনিই খারাপ গেল ওয়ানডে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারলো ভারত। প্রথম ম্যাচ টাই করলেও পরের দুটি ম্যাচেই হারলো রোহিত ব্রিগেড। কোচ গম্ভীরের প্রথম ওয়ানডে সিরিজ হার। ২৭ বছর পরে দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতকে হারাল শ্রীলঙ্কা।

এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে শ্রীলঙ্কা। শুরুটা ভালো করেছিল নিশাঙ্কা ও অভিস্কা। দুজনই দারুণ খেলছিলেন। অভিস্কাকে সেঞ্চুরি করতে আটকান রিয়ান পরাগ। ৯৬ রানে ফেরেন তিনি। নিশাঙ্কা ৪৫ করেই ফেরেন। উইকেট কিপার কুশল মেন্ডিস করে ৫৯। শ্রীলঙ্কার মিডল অর্ডার রান পায়নি। তিনটি উইকেট নেন রিয়ান। একটি করে উইকেট নেন কুলদীপ, সিরাজ, অক্ষর ও সুন্দর।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের হয়ে ২০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। এদিন ফের ব্যর্থ কোহলি। করেন ২০। গিল ফিরেছিলেন ৬ রানে। ন’জন ব্যাটার নিয়ে খেলতে নামা ভারতীয় ব্যাটিং অর্ডার শ্রীলঙ্কার বোলারদের কাছে টিপতেই পারলো না। ঋষভ পন্থ (৬), শ্রেয়শ আয়ার (৮), অক্ষর পটেল (২), পরাগ (১৫), শিবম দুবে (৯) রান পাননি। বড় শট খেলার চেষ্টা করলেও ৩০ রানে ফেরেন সুন্দর। ১৩৮ রানে পুরো ইন্ডিয়া টিম ফেরে প্যাভিলিয়নে। ১১০ রানে জেতে শ্রীলঙ্কা। তাদের হয়ে ওয়েল্লালাগে ৫টি এবং ভান্দারসে ও থিকশানা ২টি করে উইকেট নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code