বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন সেনাবাহিনীর প্রধান
নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী আপাতত অন্তর্বর্তিতীকালীন সরকার গঠন করার কথা জানিয়েছিলেন। সেই মতো রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সাথে বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মহম্মদ ইউনুসের নাম উঠে আসে। তিনিই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এদিন সেনাবাহিনীর প্রধান জানান, ড. ইউনুসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে।
বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রায় আলো এক প্রতিবেদনে জানিয়েছে বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, ‘কিছুক্ষণ আগে ড. ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য।’
বিদেশে রয়েছেন মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দেশে ফিরবেষ তিনি এমনটা জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমি ওনাকে রিসিভ (অভ্যর্থনা জানাতে) করতে যাব। আমরা তাঁকে সর্বতোভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী—সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনার এ কাজ সমাধান করতে সক্ষম হবেন।’
অন্তর্বর্তীকালীন সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন বলে জানান সেনা প্রধান। সেনাপ্রধান বলেন, ‘আমি এটুকু আপনাদের বলছি যে যারা এসব (সহিংসতা-লুটপাট-আগুন দেওয়া) কাজে জড়িয়েছে, তাদের আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।’ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর সব সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊