বোনাস বৃদ্ধির পর পুজোর মুখে ফের এক সুখবর সিভিকদের জন্য


Civic Volunteer


কয়েকদিন আগেই অ্যাড হক বোনাস বৃদ্ধির ঘোষনা দিয়েছিল নবান্ন। এবার আরো এক নতুন সুখবর। এবার সিভিকদের ভাতা বৃদ্ধি পাচ্ছে। সিভিক ভলান্টিয়ারদের এককালীন ভাতা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে আর তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অবসরের পর এককালীন ভাতা বাড়ল ভিলেজ পুলিশেরও। (Civic Volunteers) এ নিয়ে আগেই আবেদন জমা পড়েছিল, বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছিল বলে জানানো হয়েছে।



কয়েকদিন আগেই সিভিক ভলান্টিয়ারদের পুজোর বোনাস ১৩ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছিল সরকার। আর এবার অবসরকালীন সুযোগ সুবিধাও বাড়লো। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, বর্তমানে সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশরা ৩ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট পান। সব দিক ভাবনা চিন্তা করে টার্মিনাল বেনিফিট বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।


চলতি বছরের এপ্রিল মাস থেকে এই বর্ধিত সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছে নবান্ন। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। এই সুবিধার জন্য কারা যোগ্য তা রাজ্য পুলিশের ডিজি, আইজি এবং কলকাতা পুলিশের কমিশনারকে দেখার দায়িত্ব দেয়া হয়েছে।