এবার সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক  জলপাইগুড়িবাসী


সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক!

আরজিকর কান্ডের সুবাদে সঞ্জয় রায়ের মত সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম দেশব্যাপী প্রত্যক্ষ করেছে। এবার আবারও এক সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে হতবাক জলপাইগুড়িবাসী।

বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির বালাপাড়ায় ব্রাউন সুগার সহ গ্রামবাসীদের হাতেনাতে ধরা পড়লো এক সিভিক ভলেন্টিয়ার। কিশোর রায় নামে ঐ সিভিক ভলেন্টিয়ার ব্রাউন সুগারের কথা স্বীকার করে নেন।

তিনি জানান জলপাইগুড়ি স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার নিয়ে এসেছেন। এই ঘটনার পর এলাকায় সন্দেহজনক আরও এক যুবককে আটক করে স্থানীয়রা। তার কাছ থেকেও নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে।

এই ঘটনায় তাজ্জব এলাকাবাসী। স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য বাবলু বসাক ও বিকাশ বসাক ঘটনাস্থলে ছুটে যায়। তারাও হতবাক হয়ে জানান-আইন শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব সেই সিভিক ভলেন্টিয়ার যদি নেশার সামগ্রীর কারবারে যুক্ত হয়ে তাহলে গ্রাম গঞ্জের কি পরিস্থিতি হবে।

এরপর তারা কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ এসে দুইজনকেও আটক করে থানায় নিয়ে যায়। আটক হওয়া কিশোর রায় জানান তিনি সিভিক ভলেন্টিয়ার। তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি তুলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বাসিন্দারা।

যদি এবিষয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে পুলিশের তরফে কোন মন্তব্য মেলেনি।