দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে ঝুলন!

দুয়ারে ঝুলন


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান :-

রাজ্য সরকারের দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার এলাকা বাসির উদ্যোগে অনুষ্ঠিত হলো দুয়ারে ঝুলন। খড়গেশ্বর পল্লী ঝুলন কমিটির এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

সাম্প্রতিক গত ১৬ আগষ্ট থেকে শুরু হয় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উপলক্ষে প্রতিটি ধর্মীয় স্থানে এবং পাড়ার ক্লাব গুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।রাধা কৃষ্ণের ঝুলন যাত্র উপলক্ষে কোথাও কোথাও মাটির দেবদেবীদের সাজিয়ে করা হয় ঝুলন। আবার কোথাও কোথাও মানুষদের সাজিয়ে করা হয় মানুষ ঝুলন যাত্রা ।ভাদ্রমাসের পূর্ণমা তিথিতে এই ঝুলন দেখতে ভিড় দেখা যায় সর্বত্রই। 


বর্তমানে এবছর ঝুলনের দিন গুলোতে বৃষ্টির প্রভাব থাকায় তেমন ভাবে ভিড় জমেনি ঝুলন যাত্রা মঞ্চ গুলোতে।তাই সকলকে ঝুলনের আনন্দ দিতে দুয়ারে ঝুলনের আয়োজন করে পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর খড়গেশ্বর পল্লী ঝুলন কমিটি। 


এদিন সন্ধ্যায় দুয়ারে ঝুলন নিয়ে কাঞ্চননগর এবং উদয় পল্লী বাজারের প্রতিটি দোকান ও বাড়িতে যান ঝুলন কমিটি। দুয়ারে ঝুলন অনুষ্ঠানে রাধা কৃষ্ণ ছাড়াও বাইজি ও জুটিলা কুটিলা সাজে অংশগ্রহণ করে ছোটো থেকে বড়োরা।